কালিয়ায় ট্রলি চাপায় এক যুবক নিহত


প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ / ৮৪
কালিয়ায় ট্রলি চাপায় এক যুবক নিহত
রিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি)নড়াইলঃ-  নড়াইলের কালিয়া উপজেলায় ইট বোঝাই ট্রলি চাপায় এক যুবক নিহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 বৃহস্পতিবার(১৯) বিকালে উপজেলার কালিয়া-চাপাইল সড়কের বোয়ালিয়ারচর মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা (৩৫) উপজেলার চাদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, কলাবাড়ীয়া গ্রামের শফিউল্লার ইট ভর্তি ট্রলি কালিয়া থেকে কলাবাড়ীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলে পৌছালে ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা তার ভগ্নিপতি হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। ।এ সময় ট্রলিটি পালিয়ে যায়।
এসময় আরো জানান, অবৈধ ট্রলি অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স ছাড়া ড্রাইভার দিয়ে চালানোর কারনে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত (ওসি) সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা এজাহার করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার জানান, ঘটনা সম্পর্কে ওসি নড়াগাতীর সাথে কথা বলেছি এবং জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।