ইসলামপুরের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চেক ও ত্রান সামগ্রী বিতরণ 


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ৯:২২ অপরাহ্ণ / ৩৪
ইসলামপুরের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চেক ও ত্রান সামগ্রী বিতরণ 
হাসর আলী  জামালপুরঃ
 জামালপুরের ইসলামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন উপহার ত্রান সামগ্রী চেক বিতরণ করা হয়েছে । শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুদানের উপজেলার ২০টি পূজা মন্ডপে ৪ লক্ষ টাকা চেক, ৭শ শাড়ী লুঙ্গি খাদ্য  সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২০অক্টোবর) ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল (এমপি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টী জামালপুর জেলার সদস্য অংকন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাজাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি নারায়ণ কর্মকার, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমূল্য রতন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরো অনেকে।