সাফজয়ী তিন নারী কৃতি ফুটবলার কে রংপুর বিভাগের পক্ষ থেকে প্রানঢালা উষ্ণ অভ্যর্থনা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ / ১৫০
সাফজয়ী তিন নারী কৃতি ফুটবলার কে রংপুর বিভাগের পক্ষ থেকে প্রানঢালা উষ্ণ অভ্যর্থনা

প্রতিনিধি: রংপুর :- সাফজয়ী তিন নারী কৃতি ফুটবলার কে রংপুর বিভাগের পক্ষ থেকে প্রানঢালা উষ্ণ অভ্যর্থনা। সাফফুটবল জয়ী রংপুরের সিরাত জাহান স্বপনা,ঠাকুরগাঁয়ের স্বপনা রানী ও সোহাগী কিসকু কে সৈয়দপুর বিমানবন্দর থেকে ছাদখোলা জীপে বরণের মাধ্যমে রংপুরে বৈছে আনন্দের বন্যা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন এর প্রধান ফটকে “শেখ রাসেল মেমোরিয়াল কল্যাণ সংস্থা”র বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি যুব নেতা মিজানুর রহমান মির্জা সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ঢাকা মহাসড়কে লাল ফিতা কেটে তাদের ফুলেল শুভেচ্ছা দেন।

লাল ফিতা কেটে তাদের ফুলেল শুভেচ্ছা দেন। ছবি আইনের চোখ

পরে রংপুর টাউন হলে নামে মানুষের ঢল । টাউন হলের গেট থেকে রংপুরের সর্বস্তরের মানুষ লাল সবুজের পতাকা হাতে স্বপ্নাদের ফুলেল অভ্যর্থনা জানায়। এসময় স্বপনা হাত নেড়ে দর্শক শুভাকাঙ্ক্ষীদের অভিবাদন জানায়। রংপুর পাবলিক লাইব্রেরী মাঠের উন্মুক্ত সংবর্ধনা মঞ্চে উঠার আগে রংপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ফুল দিয়ে সাফ ফুটবল জয়ীদের বরন করে নেন।

পরে মঞ্চে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা,ফুটবল ফেডারেশন,মহিলা ক্রীড়াসংস্থা,জেলা ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ,চেম্বার অব কমার্স, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রসহ সর্বস্তরের মানূষ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি,জেলা আওয়ামীলীগ সভাপতি,ঠাকুরগাও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মহিলা ক্রীড়া সংস্থা রংপুর জেলার সাধারণ সম্পাদক আনন্দ অনুভুতি প্রকাশ করে এই বিজয় কে রংপুর তথা দেশের তৃণমুল পর্যায়ে নারী খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে মাইলফলক হয়ে থাকবে এবং তাদের জন্য সর্বাত্মক সহযোগিতার কথা জানান তারা।