সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ / ১১৫
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

বরিশাল প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর পর ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিল ওরফে ইমন গত শনিবার রাতে ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলেন। ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ইসমাইল খলিল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।