উন্নয়নের জোয়ার দেখিয়েছেন, কিন্তু মানুষের অন্তরে স্থান নিতে পারেননি : সরকারের উদ্দেশে চরমোনাইয়ের পীর


প্রকাশের সময় : জুলাই ৩, ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ / ৩৭৫
উন্নয়নের জোয়ার দেখিয়েছেন, কিন্তু মানুষের অন্তরে স্থান নিতে পারেননি : সরকারের উদ্দেশে চরমোনাইয়ের পীর

সরকার উন্নয়নের জোয়ার দেখিয়েছে, কিন্তু মানুষের অন্তরে স্থান নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘অনেক উন্নয়নের জোয়ার আপনি দেখিয়েছেন। কিন্তু …মানুষের অন্তরে আপনি স্থান গাড়তে পারেন নাই।’

‘ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ’সহ ১৫ দফা দাবিতে এ সমাবেশে কথাগুলো বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ শনিবার এ সমাবেশ ও গণমিছিল হয়।

বানভাসিদের উপেক্ষা করে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসবে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। চরমোনাইয়ের পীর বলেন, ‘আমরা লক্ষ করেছি, ড্যান্স, গান, বেহায়াপনার মাধ্যমে পদ্মা সেতুতে উৎসবের জন্য আপনি শত শত কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু সিলেটের মতো একটি বিভাগ, বিভিন্ন জেলা আজকে পানির নিচে তলিয়ে গেছে, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে মাত্র ৩০ লাখ টাকা, ৬০ লাখ বরাদ্দ—এটা বাংলাদেশের জনগণ কখনো প্রত্যাশা করে না।

শুকনা মৌসুমে ৫৪টি অভিন্ন নদীর পানি আটকে রাখা, বন্যার সময় ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার সমালোচনা করেন চরমোনাইয়ের পীর। তিনি বলেন, ‘যখন আমাদের পানি প্রয়োজন, তখন আটকে দেয়। আর যখন প্রয়োজন নেই, তখন পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ভাসিয়ে দেয়। পানির নিচে আমার বোনদের, বাচ্চাদের মরা লাশ ভাসতে দেখে আমাদের সহ্য হয় না।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমাদের পাশের রাষ্ট্র ভারত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে। কিন্তু নিজেদের স্বার্থ আগে উদ্ধার হবে, তারপর ভারতের স্বার্থে আমরা নজর রাখব। কিন্তু সম্পর্ক রাখতে গিয়ে আমাকে জবাই হতে হবে, এটা সম্পর্ক নয়, এটা মূলত অতি উৎসাহী, অযৌক্তিক ও সম্পূর্ণ মানবতাবিরোধী একটা সিদ্ধান্ত।’

বর্তমান সরকারের সময় পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষা সংকোচনের কড়া সমালোচনা করেন রেজাউল করিম। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের এর প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।