আওয়ামী লীগের অপকর্ম পুরো পত্রিকায় প্রকাশ সম্ভব নয়


প্রকাশের সময় : জুলাই ৬, ২০২২, ৯:০২ পূর্বাহ্ণ / ৩৬৫
আওয়ামী লীগের অপকর্ম পুরো পত্রিকায় প্রকাশ সম্ভব নয়

আওয়ামী লীগ সরকারের অপকর্ম একটি পত্রিকার সব পৃষ্ঠায় প্রকাশ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, আওয়ামী লীগ সরকার যেসব অপকর্ম করেছে, তা একটি পত্রিকাতে জায়গা হবে না। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষেরা তাদের অপকর্মের কথা জেনে গেছে।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মাহমুদুর রহমান এসব কথা বলেন। বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মামুনুর রশিদের ওপর হামলাসহ দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান আরও বলেন, কত সাংবাদিককে হত্যা করা হয়েছে বলা যাবে না। জনতার ঐক্যবদ্ধ শক্তিতে এ সরকারকে রুখতে হবে। আজ শুধু সাংবাদিক নয়, শিক্ষকদের ওপরও নির্যাতন শুরু হয়েছে।

দেশে চলমান লোডশেডিংয়ের কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘কত উৎসব আয়োজন করা হয়েছিল। বিদ্যুৎ উৎপাদন, কোটি টাকার ভর্তুকি। কিন্তু এখন কী হারে লোডশেডিং হচ্ছে, সবাই দেখছে। আপনাদের (আওয়ামী লীগের) ক্ষমতায় থাকার আর অধিকার নেই।’

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনপ্রিয়তা হারিয়েছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘আমাদের আন্দোলন চলছে। আওয়ামী লীগ একসময় বড় দল ছিল, জনপ্রিয় ছিল। আজ নেই। এটা তাদের রাজনৈতিক পরাজয়। আমাদের বিজয়।’

মাহমুদুর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলছে বিএনপিকে বোঝান, যেন নির্বাচনে আসে। আমরা এ সরকারের অধীন নির্বাচনে যাব না।’

পদ্মা সেতুর কথা উল্লেখ করে মান্না বলেন, ‘আমরা দেখছি পদ্মা সেতুর নাট–বল্টু এক যুবক খালি হাতে খুলছে। তাঁকে আটক করা হলো। সরকার বলছে, সে রেঞ্চ দিয়ে নাট খুলেছে। তবে সেই ছবি দেখানো হচ্ছে না। এমনকি সেই ছেলেকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। পদ্মা সেতুর নিরাপত্তায় নাকি ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এসব বললে তারা বলবে, মান্না ভালো কথা বলেন না। সরকারের বিরোধিতা করে।’