বিপদ-আপদে যে আমলে মিলবে আল্লাহর সাহায্য


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ / ১০২
বিপদ-আপদে যে আমলে মিলবে আল্লাহর সাহায্য

ইসলাম ডেস্ক:- আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদের উদ্ধার করে থাকি। এজন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এই দোয়া বিপদগ্রস্তদের দোয়া। ক্রান্তিকালে যে বান্দা আল্লাহকে এই দোয়ার মাধ্যমে স্মরণ করে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। তাহলো-

لَآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ

উচ্চারণ : ‘‌‌‌‌লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।’

অর্থ : ‘আপনি ছাড়া কোনো (সত্য) উপাস্য নেই; আপনি পবিত্র, মহান। অবশ্যই আমি সীমালঙ্ঘনকারীদের একজন হয়ে গেছি।’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৭)

কাজেই যখনই কোনো বান্দা বিপদগ্রস্ত হব, এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কোনো বান্দা যদি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চায়, ইনশাআল্লাহ ওই বান্দা বিপদ থেকে উদ্ধার হবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিপদ-আপদ থেকে মুক্ত থাকার ছোট্ট এ দোয়ার আমলটি বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।