মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে’


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৫:১১ অপরাহ্ণ / ১১৭
মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে’

নিজস্ব প্রতিনিধি: খুলনা:- খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পুলক কুমার মণ্ডল বলেছেন, মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। মানুষের আচরণের পরিবর্তন হতে হবে। আইন না মানার প্রবণতা মানুষের মধ্যে আছে। এ ছাড়া যাতে অবৈধ যানবাহন চলাচল করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএর পরিচালক প্রকৌশলী মো. মাসুম আলম, বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, কেএমপির উপকমিশনার (ট্রাফিক) মুনিরা সুলতানা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, বিভাগীয় ট্রাক ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, শ্রমিক লীগ নেতা পান্নু মিয়া প্রমুখ।