হাসপাতালের সাততলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২২, ৭:৩২ অপরাহ্ণ / ১২৫
হাসপাতালের সাততলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রিয়াজুল ইসলাম রনি ব্যাপারি (২৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনি চাঁদপুর সদর জেলার মনোয়ার খাদী গ্রামের দুলাল ব্যাপারির ছেলে।

এর আগে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢামেকের নতুন সাততলা ভবন থেকে লাফিয়ে তিনতলায় পড়ে গুরুতর আহত হন রনি।

দুলাল ব্যাপারি বলেন, আমার ছেলে চাঁদপুরে অনার্সের শিক্ষার্থী। গত ২৬ সেপ্টেম্বর মানসিক সমস্যা জনিত কারণে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করি। পরদিন ২৭ সেপ্টেম্ববর মেডিসিন ওয়ার্ডের সাততলায় চিকিৎসক দেখতে গেলে রনি বাইরে চলে যায়। পরে সাততলা ভবন থেকে লাফিয়ে তিনতলায় পড়েন। গুরত্বর অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইতে ভর্তি দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) রনির মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।