এক বুক কষ্ট চালানো যাচ্ছে না


প্রকাশের সময় : জুন ১, ২০২২, ৪:২৯ পূর্বাহ্ণ / ৪৪০
এক বুক কষ্ট চালানো যাচ্ছে না

সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি মোড়ে সকাল হলেই জড়ো হন দুই থেকে আড়াই শ নারী-পুরুষ। কাজের সন্ধানে শহর ও গ্রাম থেকে আসেন তাঁরা। একসময় সংখ্যাটা আরও কম ছিল। দিন দিন এই শ্রমের হাটে বাড়ছে অভাবগ্রস্ত মানুষের ভিড়।

ষাটোর্ধ্ব শুকুর আলী মঙ্গলবার সকালে আইনের চোখের এ প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, স্ত্রী, তিন ছেলে/মেয়ে নিয়ে তাঁর সংসার। তাঁর আয়েই সংসার চলে। কাজ পেলে দিনে রুজি হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এই টাকা দিয়ে বাজারসদাই নিয়ে বাড়ি যান। যেদিন খালি হাতে ফেরেন, সেদিন বড় কষ্ট হয়।

সকাল সাড়ে ৯টা বাজার পরও কাজ না পাওয়ায় হতাশ শুকুর আলী বলেন, আগের মতো কাজ নেই। লোকজনও বেশি। কেউ একজন শ্রমিক নিতে এলে সবাই হুমড়ি খেয়ে পড়েন। আজও মনে হয় খালি হাতে বাড়ি ফিরতে হবে।