নরসিংদী মডেল থানার ওসি প্রত্যাহার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ৫:৪০ অপরাহ্ণ / ১২৪
নরসিংদী মডেল থানার ওসি প্রত্যাহার

নরসিংদী প্রতিনিধি :- নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে থানার

দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আবুল কাশেম ভূইয়া।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে
এর সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ। গত সোমবার রাতে একটি গণমাধ্যমে ‘অভিযোগ না নিয়ে ওসি বলেন,বেঁচে
আছেন শুকরিয়া করেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনের প্রেক্ষিতেই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ
কর্মকর্তারা জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে বাসের টিকিট না পেয়ে

কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রাইভেট কারে ঢাকায় আসার সময় যাত্রী ছদ্মবেশে থাকা চারজন ছিনতাইকারীর কবলে পড়েন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা
আল–মামুন। গাড়িটি নরসিংদী আসার পর তার হাত–পা ও চোখ বেঁধে, গলায় ছুরি ধরে পকেটে থাকা মুঠোফোন, মানিব্যাগ কেড়ে নেন তারা। পরে হত্যার হুমকি দিয়ে মানিব্যাগে
থাকা ব্যাংকের কার্ডের গোপন নম্বর জেনে নরসিংদীতে ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৯১ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ২০০ টাকা পকেটে দিয়ে আল–মামুনকে ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট এলাকার একটি
হোটেলের সামনে হাত–পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। ওই সময় এক নিরাপত্তাকর্মীর মুঠোফোন থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন তিনি।
পরে নরসিংদী মডেল ও মাধবদী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। দুই থানার পুলিশ সদস্যরা কথা বলে তাঁকে মাধবদী থানায় নিয়ে যান। কিন্তু থানায় কোনো অভিযোগনা নিয়ে তাঁকে ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। ঘটনার চার দিন পর এ বিষয়ে একটি
লিখিত অভিযোগ নিয়ে আবার নরসিংদীতে যান আল-মামুন। এ সময় অভিযোগ দেখে নরসিংদী মডেল থানার ওসি বলেন, আপনি ব্যাংকে চাকরি করেন, এই ভুল কেমনে
করলেন? বেঁচে আছেন শুকরিয়া করে চলে যান।প্রত্যাহারের বিষয়ে জানতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারী
মুঠোফোন নাম্বারে যোগাযোগ করলে কল রিসিভ করেন ওই থানারই একজন
উপপরিদর্শক। তিনি জানান, ফিরোজ তালুকদার স্যার জরুরি প্রয়োজনে ঢাকায় গেছেন।
নতুন অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া দায়িত্ব বুঝে নিচ্ছেন। আর কিছু বলতে পারব না।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ জানান,
আমি শুনেছি প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতেই নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জের দায়িত্ব থেকে মো. ফিরোজ তালুকদারকে
প্রত্যাহার করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া এরই মধ্যে তার
দায়িত্ব বুঝে নিয়েছেন। মো. ফিরোজ তালুকদারকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা
হয়েছে।