তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে বি,এন,পি বললেন ওবায়দুল কাদের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ / ১৪২
তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে বি,এন,পি বললেন ওবায়দুল কাদের
রিপন বিশ্বাস : নড়াইল জেলা প্রতিনিধি :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্যবর্তী স্থানে মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতি সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসা সম্ভব নয় আপাতত। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এই শেখ হাসিনা সরকার নির্বাচনের মূল দায়িত্ব পালন করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশ যে সরকার ক্ষমতায় থাকে, তার অধীনেই নির্বাচন হয়। এখানে যারা দায়িত্বে থাকবে যেমন পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কিন্তু সরকারের অধীনে নয়, এরা সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে।
তিনি বলেন, বিএনপি বার বার একই কথা বলে পানি ঘোলা করছে। পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলো করে লাভ হবে কিনা আমি জানি না। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে তাদের কোনো বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না।
এর আগে নবনির্মিত মধুমতি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আগামী অক্টোবর মাসে সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।
এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মশিয়ুর রহমান, মেয়র লোহাগড়া পৌরসভা। জেলা যুবলীগের সদস্য শেখ সদর উদ্দিন শামীম সহ অন্যান্য নেতা কর্মীগন।