কিলোমিটারপ্রতি ৪০ পয়সা ও নগর পরিবহনে ৩৫ পয়সা ভাড়া বেড়েছে


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২২, ২:৩৫ পূর্বাহ্ণ / ৩৭৭
কিলোমিটারপ্রতি ৪০ পয়সা ও নগর পরিবহনে ৩৫ পয়সা ভাড়া বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কাটি এসেছে পরিবহন খাতে। সাধারণ মানুষের যাতায়াতের প্রধান বাহন বাসের ভাড়া বেড়েছে সর্বোচ্চ ২২ শতাংশ। অর্থাৎ ৫০০ টাকা ভাড়া হলে এখন তা ১১০ টাকা বেড়ে ৬১০ টাকা হবে। পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণ করা না হলেও মালিকেরা ইতিমধ্যে বাড়তি ভাড়া আদায় শুরু করেছেন। ভাড়া বৃদ্ধির ধাক্কা ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে আরও বেশি চাপ সৃষ্টি করবে—এমনটাই আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

গতকাল শনিবার নৌপথের ভাড়া বাড়ানো হয়নি। তবে দু-এক দিনের মধ্যে লঞ্চের ভাড়া বাড়তে পারে। বাড়বে নৌপথে পণ্য পরিবহনের ভাড়াও। লোকসানের বোঝা আর বাড়াতে চায় না রেলওয়ে। তাই ভাড়া বৃদ্ধির চিন্তা করছে রেল কর্তৃপক্ষও।

জ্বালানি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশের জ্বালানির ৬৫ শতাংশের ভোক্তা পরিবহন খাত। গণপরিবহন ও পণ্যবাহী যানের প্রায় পুরোটাই ডিজেলনির্ভর। এর মধ্যে বাস, লঞ্চ, ট্রেন, ট্রাক-কাভার্ড ভ্যান, পণ্য ও যাত্রীবাহী নৌযান উল্লেখযোগ্য।

গণপরিবহনের মূল ব্যবহারকারী নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। এই পরিস্থিতিতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি বেকায়দায় ফেলেছে তাঁদের।