ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ২


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২২, ২:৪৪ পূর্বাহ্ণ / ৫৭৫
ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ২

জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ সরবরাহ করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, মো. সামিউল ইসলাম ও মো. নাইম হোসেন। এ সময় তাঁদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহার করা একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন, সাতটি সিল ও বেশ কিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ জব্দ করা হয় বলে জানিয়েছে ডিবি।

বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ২০১৯ সাল থেকে এই চক্রের সদস্যরা এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক এমন লোকজনকে পুলিশ ক্লিয়ারেন্স সনদ করে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।