উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, জয়ের বিষয়ে আশাবাদী: আজমত


প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ / ৭৩
উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, জয়ের বিষয়ে আশাবাদী: আজমত

জেলা প্রতিনিধি, গাজীপুরঃ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। নিজের জয়ের বিষয়ে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল পৌনে ৯টার দিকে ৫৭ নম্বর ওয়ার্ডে টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।

আজমত উল্লা বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল থেকে মানুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছে। সুতরাং একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের যে কোনো ফলাফল অবশ্যই মেনে নেব। জয়ের বিষয়ে আমি আশাবাদী।

আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সবসময় জনগণের মতামতের প্রতি আমি শ্রদ্ধা দেখিয়ে আসছি। আজ জনগণ যাকে নির্বাচিত করবে, আমি সেটা অবশ্যই মেনে নেব। আমি রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় জনগণের সঙ্গে ছিলাম।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে মেয়র পদে আটজন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৮ ও নারী কাউন্সিলর পদে ৭৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৩ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকছে। নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।