গুয়েতেমালাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা


প্রকাশের সময় : মে ২৪, ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ / ৭৪
গুয়েতেমালাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :-  যে দলটির বিশ্বকাপেই খেলা হতো না, ছিটকে গিয়েছিলো বাছাই পর্ব থেকে। তারাই কি না সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। হঠাৎ স্বাগতিক হওয়ার সুবিধা নিয়ে এরই মধ্যে টানা দুই ম্যাচ জিতে নিয়েছে তারা। সর্বশেষ গুয়েতেমালাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিলো লিওনেল মেসির উত্তরসূরীরা।

আগের ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিলো আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে হারিয়ে উঠে গেলো দ্বিতীয় রাউন্ডে। মঙ্গলবার রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। ফিজিকে ৩-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে মার্কিনিরা।

ম্যাচের ১৭তম মিনিটে গোলের সূচনা করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড আলেজো ভেলিঝ। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল দিতে পারেনি আর্জেন্টাইনরা।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর, ম্যাচের ৫৮তম মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় গুয়েতেমালা। কার্লোস সান্তোসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

২০ মিনিট যাওয়ার পর দ্বিতীয় গোলের দেখা পায় লা আলবিসেলেস্তারা। এবার গোলদাতা লুকা রোমেরো। খেলা শেষ হওয়ার খানিক আগে, ইনজুরি সময়ে (৯০+৮ মিনিটে) তৃতীয় গোল করেন ম্যাক্সিমো পেরোন।

তার আগে, ৮২তম মিনিটে অবশ্য আর্জেন্টিনাও ১০ জনের দলে পরিণত হয়। টমাস অ্যাভিলেসকে এ সময় লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।