ইভিএম এর ত্রুটির কারণে ভোট কার্যক্রম ব্যাহত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ণ / ৯৩
ইভিএম এর ত্রুটির কারণে ভোট কার্যক্রম ব্যাহত

বিশেষ প্রতিনিধির, রংপুরঃ ভোট দিতে এসে ইভিএম জটিলতায় পড়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।কিছুক্ষন পর মেশিন সচল হওয়ায় ভোট দেন তিনি।

 

সকাল ৯ টায় আলমনগর কলেজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান।সেখানে ইভিএম জটিলতায় প্রথমে ভোট দিতে পারেননি তিনি।কিছুক্ষন পরে ভোট দিয়ে এসে সাংবাদিকদের ইভিএম নিয়ে ক্ষোভ জানান।

 

এ সময় তিনি বলেন,ভোট দিতে এসে আমি নিজেই ভোট দিতে পারলাম না।এভাবে ত্রুটি থাকলে ভোটগ্রহণ বিলম্ব হচ্ছে।এরকম হলে ভোট প্রশ্নবিদ্ধ হবে।আমরা নির্বাচন কমিশনকে আগে থেকেই ইভিএম চেক করতে বারবার তাগিদ দিয়েছি কিন্ত আজ এইযে ত্রুটিগুলো সামনে আসছে।

বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন,সকল প্রার্থী যত ভোট পাবে তার চাইতে আমি বেশি ভোট পাব কিন্ত ইভিএমে এমন ত্রুটি হলে ভোটের ব্যবধান কমবে।