প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ /
৩৯

স্টাফ রিপোর্টার মো, মামুন মোল্যাঃ
রাজশাহীর – গোদাগাড়ীতে নিজ পরিবারের সামনে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিক মোঃ সুজন আহাম্মেদ (৩০) কে
১. মোঃ বাদল হোসেন (৫০) ২. মোঃ হেমলেট আলি (৪৫) উভয় পিতাঃ মৃতঃ লুতফর রহমান ৩. পিয়ারা বেগম (৪০) স্বামীঃ মোঃ বাদল হোসেন সর্ব সাং, সাড়োইল, পোষ্টঃ রাজাবাড়ি হাট, থানাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহীগন, ইং ০৮/০১/২০২৩ তারিখ বিকাল ০৩ঃ০০ ঘটিকার সময় আমার বাড়ির পিছনে আমার জমিতে পুর্ব সুত্রুতার জের ধরিয়া আমাকে আমার পরিবারের সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে।গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগন আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করিয়া প্রান নাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে জিডি করা হয়েছে জিডি নং ৩২৮ তারিখ ১১/০১/২০২৩ খ্রিস্টাব্দ । বিষয়টি গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, প্রেমতলি ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এবং সাব ইনিসপেক্টর মোঃ রেজাউল ভাইকে জানানো হয়েছে। আমি এর দ্রুত বিচার দাবি করছি।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :