ArabicBengaliEnglishHindi

বোদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ৷


প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ৮:৩২ পূর্বাহ্ণ / ১৫৬
বোদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ৷

আমান উল্লাহ, পঞ্চগড় বোদা: চাল ডাল তেলের দাম ও বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সু চিকিৎসার দাবিতে বোদায় বিএনপির বিক্ষোভ মিছিল (১৩ জুন)সমবার বিকাল ৪টা ৩০ মিনিটে অনুসস্থিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বি এন পির বোদা উপজেলা শাখার সকল নেতা কর্মীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল চালু হয়।

এ সময় পুলিশের বাধা পেরিয়ে মিছিল চালালেও পরে ধান হাটিতে বক্তব্য শেষ না হতেই পুলিশের বাধায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বি এন পির সদস্য সচিব জনাব মোঃ চিন্ময় মিছিলের সমাপ্ত ঘোষণা করে দেয়। এর কিছুক্ষন পরে ছাত্রলীগ কে পালটা মিছিল দিতে দেখা যায়।

তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।শেষে ছাত্র লীগের সভাপতি অমি পুলিশ ও বি এন পি কে উদ্দেশ্য করে বলেন দেশ নেএী র নামে কোন ভুল মন্তব্য করলে তারা শক্ত অবস্থান নিয়ে মোকাবেলা করবে।

%d bloggers like this: