প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৪:৪২ অপরাহ্ণ /
১৬৯
মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ বোদায় মাড়েয়া আউলিয়া ঘাটের করতেয়া নদীতে নৌকা ঢুবে প্রায় ৩৫ জন নিহত ও আহত ২০ জন। নজিরবিহীন এই নৌকা ডুবিতে মৃতদের স্বজন আহাজারি ও কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
ছবিঃ আইনের চোখ
জানা যায় গতকাল ২৫ সেপ্টম্বর বেলা ১২টার সময় মাড়েয়া আউলিয়া ঘাট হতে নৌকা যোগে পারাপারের সময় মাঝ নদীতে নৌকাটি পানির নীচে তলিয়ে যায়। অতিরিক্ত যাত্রী ও মটর সাইকেল আরোহী থাকার কারণে এ দুর্ঘনাটি ঘটে।মৃতদের মধ্যে অধিকাংশই শিশু।
ছবি ঃ আইনের চোখ
তাৎক্ষনিকভাবে নিহতদের নাম জানা জায়নি। অন্যন্য মৃতদের উদ্ধার কাজে বোদা ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার কাজে নিয়োজিত আছে। গুরুতর রোগীদের বোদা সদর হাসপাতালে জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে।এর মধ্যে মুমুর্ষ ঈশা রাণী (২৫)ও চকচকি(৩৫) দাস এদের অবস্থা আসংকা জনক। মৃত ও জিবীদের সংখ্যা আরো বাড়তে পারে।
এ ব্যাপারে সার্বক্ষণিক তৎতাবধান ও সহযোগিতায় বেদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেনান আলী ও বোদা থানা অফিসার্স ইনচার্চ সুজয় কুমার রায় এবং বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা তাঁর কর্মী বাহিনী সহ সেবাদান করে চলেছেন।
আপনার মতামত লিখুন :