পঞ্চগড়ের বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়কে শ্রেষ্ট পুলিশ অফিসার হিসেবে পরপর দু’বার সেরা পদকে ভুষিত হন


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ণ / ১৪০
পঞ্চগড়ের বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়কে শ্রেষ্ট পুলিশ অফিসার হিসেবে পরপর দু’বার সেরা পদকে ভুষিত হন

মাজাহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের বোদা থানা অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়কে পঞ্চগড় জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার পদে ভুষিত হয়।

বোদা থানায় বিভিন্ন শান্তি শৃংখলা,মামলা বিরোধ নিস্পত্তি,মাদক বিরোধী অভিযান, জ্বালাও পোড়াও, ভাঙচুর, ঘুষ দুর্নীতি দমনে
ভিন্ন অসামাজিক কার্যক্রমে অসসামান্য অবদান রাখায় ও দুষ্টের দমন শিষ্ঠের পালনে বিভিন্ন ক্যাডাগরিতে তাঁকে দু’ দুবার পঞ্চগড় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।সম্প্রতি পঞ্চগড় জেলা মাননীয় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম সহ সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ সফিকুল ইসলাম ( প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, (ক্রাইম এন্ট অপস) মোঃ আমিরুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সিনিয়র সহকারি পুলিশ সুপার ( দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা মহোদয়ের উপস্থিতে উক্ত সম্মাননা পদক পুরস্কার গ্রহন করেন।