ArabicBengaliEnglishHindi

পঞ্চগড়ে দুই যমজ শিশু পানিতে পড়ে একজনের মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ / ১৫
পঞ্চগড়ে দুই যমজ শিশু পানিতে পড়ে একজনের মৃত্যু

মোমিন ইসলাম দেবিগঞ্জ  প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ৩নং ব্যাংহারী ইউনিয়নের ভক্তের বাড়ি নামক গ্রামে দুইজন যমজ শিশু মোছাঃ হান্নানা ও হিশমা(০২)পিতাঃ মোঃ হাবিবুল্লাহ ডোবা পুকুরে পড়ে হিশমার মৃত্যু হয়েছে।

অদ্য (০১ নভেম্বর ২২) মঙ্গলবার সকাল ১১:২০ মিনিটে বাড়ির দক্ষিণ পার্শ্বে নালার ডোবার পার্শে খেলতে খেলতে যমজ শিশু দুটি পুকুরে চলে যায়,শিশুর পিতা মোঃ হাবিবুল্লাহ পানি শব্দ ও চিল্লাচিল্লি শুনতে পেয়ে দ্রুত পুকুরে গেলে দেখতে পায় শিশু দুটিই পানিতে হাবুডুবু খাচ্ছে। দ্রুত পানি থেকে উদ্ধার করে, শিশু হিশমা অজ্ঞান অবস্থায় সম্পর্কে (দাদু) আইবুল হক গড়েরডাঙ্গা বাজারের শিশু বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার মামুনের চেম্বারে নিয়ে যায়,সেখানে শিশুটির মৃত্যু ঘোষণা করে। অপর শিশু হান্নানার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় শিশুটির সম্পর্কে (দাদু) মাসুদ রানা উপজেলা মেডিকেল হাস্পাতালে নিয়ে যায়,এবং সুস্থ করে বাসায় নিয়ে আসে। তবে মাসুদ রানা জানিয়েছে, হান্নানা এখনো পরিপূর্ণ সুস্থ হয়নি,তার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আনা হয়েছে। যমজ শিশুর দাদু মোঃ সপুল ইসলাম জানিয়েছেন, হান্নানা ও হিশমা দুজনেই আঙ্গিনায় খেলা করছিল তার মা ঘরে রান্না বান্নার কাজে ব্যাস্ত ছিল,আমি ও আমার ছেলে হাবিবুল্লাহ ঘড়ের মেঝের রাজমিস্ত্রীর কাজ করছিলাম কখন তারা বেরিয়ে ডোবার পুকুরে গেছে আমরা বুঝতে পারিনি

%d bloggers like this: