নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতা  সম্পন্ন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ / ১৪
নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতা  সম্পন্ন

মোঃ উজ্জল শেখ বিশেষ প্রতিনিধি

নড়াইল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে (বালক) সদর উপজেলার জঙ্গলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে (বালিকা) সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

সোমাবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে বালক) জঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে কালিয়া উপজেলার পাঁচকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে (বালিকা) নড়াইল সদর উপজেলারর দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১-০ গোলের ব্যবধানে লোহাগড়া চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় জেলার ৩টি উপজেলা থেকে বিজয়ী বঙ্গবন্ধু গোল্ডকাপে (বালক) ৩টি ও বঙ্গমাতা গোল্ডকাপে (বালিকা) ৩টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহন করে।খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান প্রমূখ।

এর আগে সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।