নরসিংদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৫:২৮ অপরাহ্ণ /
৯২

মো. নুরনবী সানি নরসিংদী প্রতিনিধি :- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুরে আরজিনা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জীবন মিয়ার বিরুদ্ধে। শনিবার ২৪ সেপ্টেম্বর রাতে আরজিনা বেগম (১৬)এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানার পুলিশ।
আরজিনার মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ আরজিনার স্বামী জীবন মিয়া তাকে পিটিয়ে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। অভিযুক্ত জীবন মিয়া মহেশপুর ইউনিয়নের মোঃ মালো হোসেন ওরফে (মাইল্লা) মিয়ার ছেলে, অপরদিকে নিহত ওই গৃহবধূ পাশের রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের মো: জালাল মিয়ার মেয়ে। আরজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :