চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার ও শোভন কাজের অবহিতি করণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ / ১২৯
চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার ও শোভন কাজের অবহিতি করণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিবেদক :

নসরুল হামিদ কনফারেন্স হল,রিপোর্টাস ইউনিটি, সেগুনবাগিচায় গণমাধ্যম প্রতিনিধিদের সাথে চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার ও শোভন কাজের বিদ্যামান পরিস্থিতি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১১ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটে নসরুল হামিদ কনফারেন্স হল,রিপোর্টাস ইউনিট সেগুনবাগিচায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বিল্ স সদস্য উপদেষ্টা পরিষদ নাইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় ভাইচ চেয়ারম্যান বিল্ স জনাব মো: মজিবুর রহমান ভূঁঞার সভাপতিত্বে চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার ও শোভন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বিল্ ল সদস্য উপদেষ্টা কোহিনূর মাহমুদ, বিল্ স,সম্পাদক, নির্বাহী পরিষদ জনাব আবুল কালাম আজাদ, ফেমিনিস্ট লিডারশিপ এন্ড পার্টনারশিপ স্পেশালিষ্ট, শাহজাদী বেগম, বিল্ স প্রকল্প সমন্বয়কারী এ. কে. এম মনিরুল ইসলাম, বিল্ স গবেষণা বিভাগ উপ- পরিচালক মো : মনিরুল ইসলাম, সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্ট, আহসান হাবিব বুলবুল, অর্থ সম্পাদক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, পরেশ কালিন্দি, বিল্ স সদস্য, উপদেষ্টা পরিষদ, কামরুল আহসান, সহ এখানে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দ।