ArabicBengaliEnglishHindi

খুলনা মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল কাদের জসিম আর নেই।


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ / ৬৪
খুলনা মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল কাদের জসিম আর নেই।

ন্যাশনাল ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল কাদের জসিম মারা গেছেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে,এক ছেলে এবং অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।তিনি নড়াইল জেলা বিএম এ র সাবেক সাধারন সম্পাদক এবং স্বচিপ এর সাধারন সম্পাদক।

তিনি গত ০৭-১১-২০২২ইং সোমবার দুপুর ১ টার দিকে খুলনা থেকে ফেরার পথে (পথের বাজার) নামক স্থানে আকিজ গ্রুপের কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।খুলনা সিটি মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। অধ্যাপক ডাঃ আব্দুল কাদের জসিম কে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যা না ফেরার দেশে।ডাঃ আব্দল কাদের জসিম ছিলেন অসাধারন মেধাবী।তার ক্ষুরধার যুক্তি তাকে দিয়েছিল অন্যরকম মর্যাদা। তিনি ছিলেন খুবই ব্যক্তিত্ব সম্পন্ন। খুবই সহজ সরল জীবন যাপন করতেন।তিনি নড়াইল কে খুবই ভালবাসতেন।চাকুরীর সুবাদে তার বিভিন্ন জায়গায় বদলী হয়েছে কিন্তু নড়াইল থেকে তার বাসা স্থানান্তর করেন নি।খুলনা মেডিকেল কলেজে পোষ্টিং হওয়ার পর ও তিনি যান নি। নড়াইল থেকে প্রত্যেহ নিজে তার গাড়ী চালিয়ে খুলনা যেতেন এবং আসতেন।

%d bloggers like this: