ইসরাইল সফর বাতিল : , হামাস ‘স্বাধীনতাকামী’ সংগঠন; এরদোয়ান


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ / ৪৭
ইসরাইল সফর বাতিল : , হামাস ‘স্বাধীনতাকামী’ সংগঠন; এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক ঃ

ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী হামাসকে পশ্চিমারা সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখায় এর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী যোদ্ধা, যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন। খবর রয়টার্সের।
১১ অক্টোবর তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইসরাইল ও ফিলিস্তিনের মানচিত্র দেখান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত
১১ অক্টোবর তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইসরাইল ও ফিলিস্তিনের মানচিত্র দেখান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বুধবার (২৫ অক্টোবর) আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে এক আলোচনা সভায় এরদোয়ান এ মন্তব্য করেছেন।
এ সময় তিনি ইসরাইল ও ফিলিস্তিনি বাহিনীর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি নিশ্চিত করতে মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা নিহত, ‘অলৌকিকভাবে’ সন্তানের জন্ম গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে এরদোয়ার তার আসন্ন ইসরাইল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন।এরদোয়ান বলেন,হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এটা মুক্তিকামী ‘মুজাহিদিন’ এর সংগঠন, যারা নিজেদের ভূমি এবং জনগণকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে। গাজায় ‘অমানবিক’ যুদ্ধের কারণে ইসরাইল সফরের পরিকল্পনা বাতিল করছেন বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, আমাদের ইসরাইল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা যাব না। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা, মুসল্লিদের প্রবেশে বাধা ইসরাইলের হামলায় গেল ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শুধু শিশুই রয়েছে ২ হাজারের বেশি। বেসরকারি দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য বলছে, ইসরাইলের বিমান হামলায় গাজা উপত্যকায় প্রতি ১৫ মিনিটে ১টি শিশুর মৃত্যু হচ্ছে।