আটক গরু খুনের অভিযোগে


প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ২:৪১ পূর্বাহ্ণ / ২৭৮
আটক গরু খুনের অভিযোগে

১২ বছরের একটি শিশু মারা গেছে। শিশুটিকে হত্যার অভিযোগ উঠেছে একটি গরুর বিরুদ্ধে। অভিযুক্ত প্রাণীটিকে আটকও করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে গরুর মালিককেও। খুনের অভিযোগে গরুর গ্রেপ্তারের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে, আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে। বিকেল বেলা দক্ষিণ সুদানের লেকস রাজ্যের একটি খামারের পাশে গরুটি চড়ে বেড়াচ্ছিল। ওই সময় হঠাৎ গরুটি ১২ বছরের ওই শিশুকে আক্রমণ করে বসে। এতে শিশুটি প্রাণ হারায়।