পঞ্চগড়ের দুটি আসনেই নৌকার প্রাথী জয়ী


প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ / ১০৬
পঞ্চগড়ের দুটি আসনেই নৌকার প্রাথী জয়ী

মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে বেসরকারী ফলাফলে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অঅফিসার মোঃ জহিরুল ইসলাম।

  পঞ্চগড় -১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে নাঈমুজ্জামান ভুঞা মুক্তা পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭ শত ৪২ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী আনোয়ার সায়াদাত সম্রাট ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২ শত ১০ ভোট,।
পঞ্চগড়- দু আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেলমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।নৌকা প্রতীকে ভোট  ভোট পেয়েছেন  ১ লাখ ৮১ হাজার ৭ শত ২৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৬ শত ২৫ ভোট।