বাক স্বাধীনতা


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ / ১৩৯
বাক স্বাধীনতা
মোঃ ইসহাক মিয়া
কহিতে চাহিলে কথা হও অসন্তুষ্ট ।
সাধ গ্রাসিবার মম আছে অধিকার,
প্রিয় বাংলার অর্জিত এ স্বাধীনতার।
তবে কেন,গুপ্ত হস্তে চেপে ধরে কন্ঠ?
জন্মে স্বাধীন বাংলায় কেন বাক ভ্রষ্ট?
সদা ভয়ে হিয়া,কেন কাপে তর তর?
মুখ খুললেই ভয় প্রাণ হারাবার।
আমরা স্বাধীন বুলি,কহ মিছে মিষ্ট।
ফিরাতে হবে বাংলায় বাক স্বাধীনতা,
জাগো জনতা,তন্দ্রায় আর ঝিমিওনা।
খুল আঁখি,সত্য যাচ্ছে অন্ধকারে ঢাকি।
লক্ষ প্রাণের অর্জিত প্রিয় স্বাধীনতা,
শক্ত হস্ত ভয় পেয়ে বৃথায় দিও না।
উদ্ধারিয়া লও বজ্র মুষ্টি হাত রাখি।