তৃতীয় দফায় নকশা বদল, ব্যয় বাড়বে ৭০০ কোটি টাকা : কালুরঘাট সেতু


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২২, ২:৪১ পূর্বাহ্ণ / ৪০৩
তৃতীয় দফায় নকশা বদল, ব্যয় বাড়বে ৭০০ কোটি টাকা : কালুরঘাট সেতু

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ শুরু হবে। তারপর পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদার নিয়োগ করা হবে। এগুলো শেষ করতে ২০২৩ সালের পুরো সময় লাগতে পারে। ২০২৪ সালে সেতুর নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে। সেতুর নির্মাণকাজ শেষ হতে তিন বছর সময় লাগবে।

কালুরঘাট সেতুর ফোকাল পারসন ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মো. গোলাম মোস্তফা আইনের চোখকে বলেন, নতুন নকশা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গত বুধবার বৈঠক হয়। প্রধানমন্ত্রীর কাছে নতুন নকশা উপস্থাপন করা হয়। বৈঠকে সেতুর নির্মাণ ব্যয়, মেয়াদসহ সব বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নতুন নকশায় সেতু তৈরিতে সম্মত হয়েছেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।