আমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
বোদা উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে গুলশান আরা পাপড়ি সভাপতি ও মোনালিসা আক্তার আইরিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন এম’পি।
এর আগে বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বোদা উপজেলার যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের পঞ্চগড় জেলার যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিন।
বোদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি গুলশান আরা পাপরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন এম’পি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি সহ অনেকে।
আপনার মতামত লিখুন :