প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ১:৩৬ অপরাহ্ণ / ১২৫

মোঃ মোমিন ইসলাম সরকার উপজেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসে গতকাল রবিবার রাতে এক ভয়াবহ চুরি ঘটনা ঘটেছে।

রাতে অফিসে পাহারাদার ছিল তার পর অফিসে পিছনে জানালা ও গিরিল ভেঙে অফিসের ভেতরে ঢুকে বিভিন্ন রুমে তালা ভেঙে অফিসে কাগজ পএ ও কম্পিউটার ও পিসি আরও অনেক কিছু নিয়ে যায় তবে।

এই নিয়ে সাবরেজিস্টারের সাথে কথা বলতে গেলে কিছু বলতে পারেনা এবং কি কি মালামাল চুরি হয়েছে তা বলতে পারছে না তবে সাবরেজিস্টার অফিসে কোনো প্রকার সিসি টিভি ক্যামেরা নেই পড়ে এ ঘটনা দেবীগঞ্জ থানা এসে পরিদর্শক করে চলে যায় তবে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।