৮ নংদণ্ডপাল ইউনিয়ন ১৫ একর জমিতে ফলজ ও বনজ ঔষধি গাছের বিশাল বাগান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২২, ৪:১৪ অপরাহ্ণ / ৩৯৮
৮ নংদণ্ডপাল ইউনিয়ন ১৫ একর জমিতে ফলজ ও বনজ ঔষধি গাছের বিশাল বাগান

মোঃ মোমিন ইসলাম সরকার পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড প্রধানাবাদ ‌ শ্মশান কালী গ্রামের শ্রী নিরঞ্জন রায় পিতা উপেন্দ্রনাথ রায় উনি একজন স্কুল শিক্ষক চাকরির রিটায়ার্ড শেষে তিনি চিন্তা করেন আমাকে একটা কিছু করতে হবে তখন উনি প্রথম অবস্থায় একটি লিচুর বাগান তৈরি করেন একটি আমের বাগান একটি নোট কো বাগান পরে একটি মালটার বাগান তৈরি করেন মালটার বাগানে জমি প্রায় ছয় একর জুরে রয়েছেন এছাড় ও আরো বিভিন্ন প্রজাতির গাছ লাগান সেই সব নাম গুলো হল একটি কোলা বাগান, কাঁঠাল,আমি,পেয়ারা, পেঁপে, আমড়া,চেরী ঝাল,শুপারি , জামরুল, লিচু ,ও কামরাঙা, এছাড়াও রয়েছে প্রায় ৫০ টি প্রজাতির গাছ যা গুনে শেষ করার মত নয় দুই ঘন্টা ঘুরিয়েও এরিয়াটি শেষ করা যায়নি এত বড় সুন্দর মনোরম পরিবেশে একটি বাগান তৈরি রয়েছে তিনি এই বাগানটি থেকে প্রতিবছরে ২০ থেকে ২৫ লক্ষ টাকা আয় করেন এবং সেই বাগানে অনেক প্রজাতির ঔষধি গাছ ও রয়েছে এ ছাড়াও তিনি আরো পরিকল্পনা নিয়েছেন বিভিন্ন প্রজাতির বাগান তৈরি করবেন প্রায় ১০ একর জমিতে চা বাগান ও একটি পুকুর ও আরো বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে চান তিনি আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন যে বঙ্গবন্ধুর বাংলাদেশে যে গাছপালার নির্দেশনা দিয়েছিলেন তারই একটি ধারাবাহিকতা চিত্র আমি তুলে ধরতে চাই কিন্তু আমি পারছি না যেমন এখানে শুধু সরকারি কৃষি অফিস থেকে শুধু বিএস আসেন ওনার ইচ্ছা একবার যদি আমার এই বাগানে কৃষি কর্মকর্তা পা দিতেন তাহলে বুঝতে পারতেন পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ৮ নং দন্ডপাল ইউনিয়নে ১৫ একর জমিতে যে সুন্দর মনোরম পরিবেশে বাগানটি লাগিয়েছি তা দেখার জন্য কোনদিন আসেনি এবং যদি আসতো আমার এই বাগানটিতে তাহলে বুঝতে পারতেন আমি যে কি সুন্দর মনোরম পরিবেশে বাগানটি তৈরি করেছি উনার ইচ্ছা উনি একদিন কৃষি কর্মকর্তা ও কৃষি মন্ত্রণালয় একদিন পুরস্কৃত পাবেন এবং উপকৃত হবেন এই আশায় তিনি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশকে লক্ষ্য রেখে কাজ চালিয়ে যাচ্ছেন এবং বাগানটি সারা বাংলাদেশের মাধ্যমে তুলে ধরতে চান। এবং প্রতিদিন আমার এখানে শ্রমিক ১০ থেকে ১৫ জন কাজ করেন এবং তাদেরও একটা কর্মসংস্থান হয়েছে এইভাবে যদি আমরা উদ্যগতা নেই তাহলে এই সোনার বাংলাদেশ একদিন আমরা সবাই এগিয়ে যেতে পারব।