৫০ বস্তা চিনি মজুত রাখায় জরিমানা


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ / ৮৮
৫০ বস্তা চিনি মজুত রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:- অবৈধভাবে ৫০ বস্তা চিনি মজুত করার দায়ে গাজীপুরের শ্রীপুরে একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার মায়ের দোয়া বাণিজ্যলয়কে জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, ব্যবসায়ীরা অবৈধভাবে চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। আমরা বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ভোক্তাদের মধ্যে সরকারি দরে চিনি বিক্রি করা হয়।

এর আগে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই সময় সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানের বন্ধ গুদাম থেকে ৫৩০ বস্তা চিনি জব্দ করা হয়।