১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: দুদু


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৪:১৩ অপরাহ্ণ / ৮৩
১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: দুদু

সিজস্ব প্রতিবেদক:- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ। এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জনগণকে কোনোভাবেই আটকাতে পারবে না।’

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা জারি এবং জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধি ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা- মিথ্যা মামলার প্রতিবাদে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে দুদু বলেন, ‘এই অবৈধ সরকার এসব সমাবেশে জনগণ যাতে কম হয়, তার জন্য বাস-লঞ্চসহ সবকিছু বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, তথাকথিত ব্যারিকেড দিয়ে জনগণকে আটকানোর চেষ্টা করছে। তারপরও জনগণকে তারা থামাতে পারেনি। জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশ।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। এছাড়া এই স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচার কোনো পথ আছে বলে আমরা মনে করি না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি এমএইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, কল্যাণ পার্টির সাইদুর রহমান তামান্না প্রমুখ।