হে- দয়াল  নবী


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৫:১৫ অপরাহ্ণ / ৭৮
 হে- দয়াল  নবী

সৈয়দ ইসমাইল হোসেন জনি 

হে দয়াল নবী দ্বীপ্ত রবি
তুমি সর্দার এই দো-জাহানের ,
তোমাকে স্মরিয়া কাঁদে স’বি
তুমি সর্বদা কাণ্ডারী আমাদের ।
তোমার মমতার খাতিরে
পরকালের ঐ বিচারের মাঠে ,
জ্বালাইও পুণ্যের বাতিরে
ত্বরাইও আমায় পুলসিরাতে  ।
তুমি আমার মূল ভরসা
দুর করে দাও মনের জড়তা  ,
সব আশা পুরাও সহসা
ঘুচাও এই মনের মলিনতা ।
তোমার দয়া যদি না-পাই
নিরর্থক হবে আমার এ বাঁচা ,
আমি তোমার করুণা চাই
তোমার ভালবাসা পাবার আশা ।
তুমি ত্বরাইও অধমেরে
তোমার  দয়ার ভরসায় আছি ,
ঠাই দিও ওই কদমেতে
এই গুনাহগার যাবেগো বাঁচি ।
তুমি উম্মতদের কাণ্ডারী
দিবানিশি আমি ডাকি যে তোমায় ,
শোনো হৃদয়ের আহাজারি
আছি আমি শাফায়াতের আশায় ।
গুনাহগার এই উম্মত
পাইতে চায় তোমার শাফায়াত ,
দয়াময় আল্লাহ ইজ্জত
তোমার খাতিরে দিবেন নাজাত ।
অধম এ জনি ভেবে বলে
প্রিয় নবী তোমার দয়া না-পেলে ,
এই জীবন যাবে বিফলে
জাহান্নামে আল্লাহ দেবেন ফেলে ।
চাই যে তোমার ভালবাসা
ভালবাসা ছাড়া কিছু নেই দাবী ,
তোমার দয়া পাবার আশা
দান করো  আমায় সুখের চাবি ।
মনে দুঃখ থাকবেনা আর
যদি তোমার ঐ শাফায়াত পাই ,
এটাই শুধু দাবী আমার
পারঘাটায় তোমায় পাশে চাই ।
তুমি নবী দয়ার ভাণ্ডার
রহমাতুল্লিল আলামীন  তুমি ,
পূরণ করো আশা আমার
তোমার ঐ পবিত্র চরণে চুমি ।
 দয়ার মায়ার শেষ নাই
বলছি নির্দ্বিধায়  অধম  কবি ,
পরকালে  শাফায়াত চাই
 ফিরিয়ে দিওনা হে- দয়াল নবী ।