স্মৃতি


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৫:৩০ অপরাহ্ণ / ৮১
স্মৃতি

লিটন রায়

 

গল্পের পর গল্প আসে
প্রকৃতি বদলায়।
কাক ডাকা ভোরে অরুণ ভাসে
জীবন সস্তা স্মৃতির খেলায়।
 কখনো রঙ্গিন হাসি
ধুলা জমা চিরকুটে,
কাঁন্নায় ভাসা রাত
অন্ধকারে নিরব আকুতিতে।
ধুয়ে মুছে যায়, বাস্তবতায়,
রঙিন বা অন্ধকার স্বপ্ন।
রয়ে যায় স্মৃতির পাতায়,
পরাজিত আবেগ মোহ।
কলম কালিতে লেখা হয় ইতিহাস
বীরত্ব কতো কাহিনী ,
হার না মানা কতো সংঘাত
স্বপ্ন মাখা যামিনী।
জীবন দর্শন হেথায়
নিস্তব্ধতায় লেখে স্মৃতির পাতায়,
সুখ,দুঃখ বকা স্বপ্ন
রয়ে যায় অতীত কথায়।