সৃষ্টিকর্তা শোভমান


প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ৬:৪৬ পূর্বাহ্ণ / ৪০০
সৃষ্টিকর্তা শোভমান
মোঃ ইসহাক মিয়া
মসজিদ বা মন্দির গীর্জা পেগোডায়,
কোথাও খুঁজিয়া তার পাবে না ঈক্ষণ।
যে তব সৃজিয়া ভবে করেছে প্রেরণ,
অলৌকিক ইশারায় অতিব মায়ায়।
ধরা মাঝে তুমি পেতে চাও দয়াময়?
ভক্তি প্রেমে নর সেবে জয় কর মন।
পাবে না চৌদ্দ ভুবনে ধাতা করে ধ‍্যান,
তথ্য জ্ঞানে খুঁজে দেখ মানুষেই রয়।
গুরুর চরণ ধরে মন্ত্র মালা পরে,
রুহ কর তাজা শুদ্ধ সাধন করিয়া।
চৌদ্দ চক্র দেখ সপ্ত তালা দেহ ঘরে,
চর্ম চক্ষু বুজে হৃদ লোচন খুলিয়া।
সৃষ্টিকর্তা শোভমান রয়েছে মানবে,
নর সুরতেই খোদা খুঁজে তুমি পাবে।