সুন্দরগঞ্জে চলছে বীর মুক্তিযোদ্ধা হস্তকোটির শিল্প মেলা,


প্রকাশের সময় : জুন ১, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ / ৪২৬
সুন্দরগঞ্জে চলছে বীর মুক্তিযোদ্ধা হস্তকোটির শিল্প মেলা,
সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে, বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প মেলা, মেলাতে চলছে লটারি আর এই লটারির নামে চলছে জুয়া, স্টুডেন্টদের মুখে শোনা যাচ্ছে তারা বাবা, মায়ের কাছে থেকে ২০ টাকা খাবার কথা বলে সেই টাকা দিয়ে কাটতেছে লটারির টিকিট, এই বিষয় নিয়ে হাজার হাজার বাবা মার অভিযোগ।
মানুষের মুখে আরো শোনা যাচ্ছে কোন ,কোন গরীব মানুষ লোভে পড়ে ২০ টাকায় বেশি দামে পুরস্কার পাওয়ার আশায় ৫ থেকে ১০ করে লটারি টিকিট কেটেছে, আর পাঁচটা টিকিটের খরচ পড়ে ১০০ টাকা, ১০ টিকিটে খরচ পড়ে ২০০ টাকা, তাদের অভিযোগ আমরা ৫টা ১০ টা টিকিট কেটেও আমরা কোন পুরস্কার পাইনা, মানুষ এই বিষয়টাকে বুঝতে পেরে, মুখে মুখে বলে উঠেছে বীর মুক্তিযোদ্ধা কুটির শিল্প মেলার নামে বড় জুয়ার আসর বসিয়েছে তারা, এই লটারি নামক জুয়ার আসরে নষ্ট হয়ে যাচ্ছে শত শত ছাত্র-ছাত্রীর পড়ালেখা, আরো দেখা যাচ্ছে তারা ইস্কুল কলেজ ফাঁকি দিয়ে মেলায় ঘোরাফেরা করতেছে লটারি টিকিট কেটে।।
সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মাঠে বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প মেলা হওয়ায় ছাত্রদের অভিযোগ মেলার কারণে আমরা মাঠে খেলতে পারছি না, গান, বাজনার শব্দে , শব্দ দূষণ হচ্ছে আর আমাদের ক্লাস  করতে অসুবিধা হচ্ছে ।