সালেহ আহমাদ তাকরিম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ / ১৬০
সালেহ আহমাদ তাকরিম
মোঃ জাহাঙ্গীর আলম 
অন্ধকারের আলো তুমি, ভালোর চেয়ে ভালো,
সারা বিশ্বে  ছড়িয়ে দিলে কোরআনের আলো।
পবিত্র মক্কায় এবার ৪২তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো,
সেই অনুষ্ঠানে ১১১টি দেশের মধ্যে ১৫৩জন কোরআনের হাফেজ অংশ নিলো।
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালেহ আহমাদ এর তুলনা নাই,
পবিত্র হারাম শরীফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়,
সালেহ আহমাদ (তাকরিম)তুমি এগিয়ে যাও, বারে বারে দেখবো মোরা কোরআনের বিজয়,
যখন ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়,
সালেহ আহমাদ (তাকরিম) সেখানে প্রথম স্থান পায়।
শুধু কি তাই লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়,
আল্লাহর অশেষ রহমতে সালেহ আহমাদ তাকরিম সেখানে সপ্তম স্থান পায়।
বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২০সালে,
সেখানেও বিজয়ের মালা পরে তাকরিম সালেহ।
তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগপুর থানার ভাদ্রা গ্রামে,
সব কিছুর প্রচার বেশি, যেনো কোরআনের প্রচার থেমে।
তাকরিমের বাবা হাফেজ আব্দুর রহমান, তিনি মাদ্রাসার শিক্ষক,
তাকরিম তোমায় দেখতে আজ ভিড় করছে, হাজারে হাজারে লোক।
তাকরিম সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র,
কোরআনের জয় ছড়িয়ে পড়লো যেনো সবত্র।
বাংলাদেশের কোরআনের পাখি বিশ্ব্য গগনে উড়লো,
জয়ের মালা পরে গলে সালেহ আহমাদ তাকরিম দাড়ালো