সব পণ্যের দাম কমান 


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ / ১০২
সব পণ্যের দাম কমান 
সৈয়দ ইসমাইল হোসেন জনি
জনগণ সব মারা যাক
পায়ের তলায় পারা খাক ,
যে-ই যা বলুক আগেপাছে
সরকারের কি যায় আসে ?
জ্বালানি তেলের অগ্নি মূল্য
জনগণকে বিষিয়ে তুললো ,
যেনো এটা মগের মুল্লুক
প্রজারা সব বুনো উল্লুক ।
সরকার এখন স্বৈরাচার
দেশটা একটা কারাগার ,
হরণ করছে সর্ব সুখ
মনের কষ্টে ভাঙ্গে বুক ।
জনবিচ্ছিন্ন সরকারের
উচিত শিক্ষা দরকার এর ,
এর প্রতিবাদ করবোই
মন্দের বিরুদ্ধে লড়বোই ।
জনগণকে বিপদে ফেলে
দাম বাড়িয়ে মুনাফা গেলে ,
কাণ্ডজ্ঞানহীন সরকার
দেশটা করেছে ছারখার ।
পঞ্চাশ শতাংশ মূল্য বৃদ্ধি
কিভাবে হবে দেশের সিদ্ধি ?
হঠকারী সিদ্ধান্তের ফলে
উন্নয়ন যাচ্ছে রসাতলে ।
জেগে ওঠো সর্বসাধারণ
এটা সময়ের প্রয়োজন ,
অন্যায়ের প্রতিবাদ করো
দলের চেয়েও দেশ বড়ো ।
রক্ত চক্ষুকে করিনা ভয়
এ দেশ কারো একার নয় ,
অন্যায় করে পার পাবেনা
স্বাধীনতা ফিফলে যাবে না ।
জনগণকে মেরে হাতুড়ি
করছো যারা ছলচাতুরী ,
কেনো এ-ই ধানাইপানাই
সঠিকভাবে জবাব চাই ।
এস.আই.জনি ভেবে বলে
ভাসবো না আর আঁখিজলে ,
যতদিন দেহে রবে প্রাণ
রক্ষা করবো দেশের সম্মান ।
বিশ্ব বাজারে দাম কমেছে
বাঙালিদের ভূতে ধরেছে ,
বলতো একটু বাচারাম
কেনো বাড়লো জ্বালানির  দাম ?
গাইয়েন না আর মিথ্যা গান
ভর্তুকি দিয়ে দেশ বাঁচান ,
যৌক্তিক দাবি মেনে নিন
নইলে ক্ষমতা ছেড়ে দিন ।
লুটপাটের সব নমুনা
মুখ বুজে আমরা সমুনা ,
দেশের যদি কল্যাণ চান
সব পণ্যের দাম কমান ।