সবার আগে মানুষ হও  


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ৮:০৬ অপরাহ্ণ / ১২৬
সবার আগে মানুষ হও  
সৈয়দ ইসমাইল হোসেন জনি 
গায়ের জোর থাকবে নারে
মিছে সব বাহাদুরি ,
হুমকি দাও যারে তারে
ফালতু এই ছিনা জুরি ।
শোধ করো দেনা পাওনা
মিছে ক্ষমতার ভূমি ,
মানুষকে সম্মান দাওনা
কয় টাকার মালিক তুমি ?
জয় করো মানব হৃদয়
টালবাহানা ছেড়ে দাও ,
মরতে হবে সু-নিশ্চয়
রবের কাছে ক্ষমা চাও ।
এ-ই ধরার সবে সবার
দেখ মনের চেরাগ জ্বেলে ,
মানুষকে তুচ্ছ করার
অধিকার কোথায় পেলে ?
সব কথার লাগাম টেনে
হিসাব করে বলতে হয় ,
ভালো লোক সবাই চেনে
এসব কথা মিথ্যা নয় ।
এস.আই.জনি হতবাক
নোংরা আচরণ দেখে ,
সামলাতে পারেনা রাগ
তাই এই কবিতা লেখে ।
ধনসম্পদ থাকবে পরে
চোখে দেখবে অন্ধকার ,
সবার আশ্রয় কবরে
ভাবছনি তা কেউ একবার ?
লোকজনকে  যখনতখন
খারাপ কথা কেনো কও ?
ঠুশ করে হবে মরণ
সবার আগে মানুষ হও ।