শিলাবৃষ্টি


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৫:৫০ অপরাহ্ণ / ৪১৪
শিলাবৃষ্টি

 মতিউর রহমান মানু

বৃষ্টি এলে মাঝে মাঝে শিলা পড়ে

আজ মেঘ নেই আকাশে

তবুও বৃষ্টি হচ্ছে সাথে শিলাও এলো

অনেক ইচ্ছে ছিলো বৃষ্টিতে ভিজবো

শিলা কুড়াবো

এমন শিলা যা নিমিষে শেষ হবে না

ইচ্ছেগুলো আজকাল বড়

বেহায়াপনা

ইচ্ছে হলেই কি সব পাওয়া যায়,

না ছোঁয়া যায়

এ যেন কৈশোরের তরতাজা প্রাণ

শীতের ভোরে কচুরিপানা ভর্তি পুকুরে

ডুব দিয়ে মাছ ধরার ইচ্ছে

সূর্য উঁকি দেয়ার আগে গ্রামের

মেঠোপথের ধারে

শিউলি কুড়ানোর স্বপ্নই মনের কোণে শিহরণ জাগায়

শিলা কেবল ধ্বংস করে শান্ত হয় না

নিজেও নিঃশেষ হয়ে যায় ক্ষনিকের

সুখের পরশ দিয়ে।

তবু শিলা তুমি আসো

এই আমার অশান্ত হৃদয়ে

একটু স্পর্শ হোক আমার

ইচ্ছেগুলোর

পরিপূর্ণতা।