শাহবাগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে পুলিশের হামলা


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২২, ৩:০০ অপরাহ্ণ / ৩৫৮
শাহবাগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে পুলিশের হামলা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্রসংগঠনের সমাবেশে লাঠিপেটা করে পুলিশ। ঢাকা, ৭ আগস্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্রসংগঠনের সমাবেশে লাঠিপেটা করে পুলিশ। ঢাকা, ৭ আগস্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বাম সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলকারীরা শাহবাগ ও কাঁটাবন মোড় ঘুরে আবার শাহবাগ মোড়ে এসে মূল সড়কসংলগ্ন ফুটপাতে সমাবেশে মিলিত হন।

সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ বাম সংগঠনের নেতা-কর্মীদের ওপর হঠাৎ লাঠিপেটা শুরু করে। কর্মীদের পাশাপাশি ব্যাপক লাঠিপেটা করা হয় সংগঠনগুলোর শীর্ষ নেতাদেরও। নেতা-কর্মীদের পিটিয়ে জাতীয় জাদুঘর পর্যন্ত সরিয়ে দেয় পুলিশ। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বাম সংগঠনগুলো।

হামলার পর শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে যান বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে হামলার প্রতিবাদে সমাবেশ করেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্রসংগঠনের সমাবেশে লাঠিপেটা করে পুলিশ। ঢাকা, ৭ আগস্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্রসংগঠনের সমাবেশে লাঠিপেটা করে পুলিশ। ঢাকা, ৭ আগস্ট

এ সমাবেশে ছাত্র ইউনিয়নের (নজির আমিন চৌধুরী-রাগীব নাঈম অংশ) কেন্দ্রীয় সহসভাপতি অনিক রায় বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে বিনা উসকানিতে পুলিশ ন্যক্কারজনক হামলা করেছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

অনিক রায় বলেন, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দুপুর ১২টায় মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিল-পরবর্তী সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এডিসি হারুন অর রশিদ। তিনি আইনের চোখকে বলেন, ‘হামলার অভিযোগ অসত্য। পুলিশ তাদের ওপর কোনো হামলা করেনি। তারাই বরং পুলিশের ওপর হামলা করেছে।’ পুলিশের কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে কিছু না বলেই কল কেটে দেন তিনি।