শহুরে হাওয়া


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ / ২০৩
শহুরে হাওয়া
ব্রজ কিশোর দাস
ব্যস্ততার অন্ধকার ঘেরা টোপে নিমজ্জিত নগর জীবন
মেঘ মলিন আকাশে কখনও সখনও বেড়াতে আসে বৃষ্টিরা
তবুও প্রতীক্ষা দু’ এক ফোঁটা শিশিরের
যান্ত্রীকতার রাসয়নিক ক্রিয়ায় নিস্পেষীত ফুঁসফুঁস তন্ত্র
শহুরে স্বপ্ন গুলো ল্যম্পপোষ্টের ম্লান আলোয়
বারবার পথ হারিয়ে ক্লান্ত ঘুমে অচেতন
সারা রাত অন্ধ গোলিতে চলে অদ্ভুত পৈশাচিক নৃত্য যজ্ঞ
নগ্ন শহরের আবরণে সজ্জিত গ্রামীণ সমাজ,
ছুটছে দুরন্ত দূর পাল্লার বাসে-ট্রামে ।