শরৎ কালের ফুল 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৬:৪২ পূর্বাহ্ণ / ১৫৭
শরৎ কালের ফুল 
মো ঃ মামুন মোল্যা
শরৎ আশায়, প্রকৃতি হাসায় সোনার বাংলা দেশে,
হাওর ডোবায় লাল গোলাপী পদ্ম ফুলে হাসে।
শাপলা ফুলে বিলে ঝিলে ফোটে কত নিশিতে,
রহিম করিম সকাল বেলায় দল বেধে যায় তুলিতে।
হলুদ সাদা গোলাপী রঙের ফুল ফুটেছে জুঁই,
জোছনা রাতে মৃদু হাওয়ায় সৌরভে মন ছুঁই।
কেয়া ফুলের শুভ্র পাপড়ি চোখের পাতা সিক্ত,
সৌরভ দিয়ে হৃদ গহীনে আসন পেতে শক্ত।
শরৎ এসেছে শিউলি ফুটেছে সুগন্ধে ভরপুর,
ভোর বেলায় ফুল তুলছে পূজা করবে বিষ্ণুর।
কাননে ভরা ফুটেছে জবা দেখতে রূপসী কন্যা,
হাওয়া পেয়ে দুলছে নেচে দেখছে রূপের বন্যা।
সন্ধ্যা রাতে কামিনী ফোটে সৌরভে বাড়ি মুখরিত,
অপরূপ রূপে মল্লিকা ফোটে বাগিচায় কত-শত।
মাধবী সঁপিল ফুটন্ত রূপ শরতের কোলে,
শুভ্র পালকে ফুটেছে কাশ দুলছে মাথা হেলে।