শব্দচাষী


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ৩:০৬ অপরাহ্ণ / ৮৭
শব্দচাষী

সূফী এন আই রোকন আল জাহাঙ্গীর

বাংলার শব্দচাষীরা আজ ভালো নেই,
শব্দচাষীরা শব্দ চাষাবাদ করে এই!
মূল্য নেই আজ অনুপম শব্দের,
দাম কেবল টাকা ওয়ালাদের!

শব্দচাষাবাদ করেই যাচ্ছি,
শব্দচাষীরা ন্যায্য দাম কি পাচ্ছি?
অসুখে বিষপান, অনাহারে বিষপান!
শব্দচাষীরা গাহে সাম্যের গান।

সাম্যের গান গাইলে কি আর হবে!
এ জাতি সচেতন আর কবে হবে?
যারা ছিনিয়ে আনেন দেশের সম্মান,
নেতা সামনে বসে, তাদের কি হয়না অপমান?

আমি শব্দচাষী,তুমি শব্দচাষী তিনিও করেন চাষ,
শব্দের মালা দিয়ে জীবনের মোর যারা ঘুরায়,
তাদের কারা নিরবে করছে গ্রাস?
যে স্রষ্টা, সৃষ্টি যার কাজ, সে আজ দাস!

শব্দ নিয়ে যারা করেন ব্যবসা,
বোধ হবে না কি তাদের সহসা?
কৃষক আজ ফসলের পায়না দাম,
তাদের ফসল তারা কিনে আনে ঘরে।

এ সম্মানের স্মৃতি আছে হয়ে ম্লান!