যুবদল সভাপতি টুকু আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ৩:৫২ অপরাহ্ণ / ৫৯
যুবদল সভাপতি টুকু আটক

নিজস্ব প্রতিবেদক:- যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।শনিবার রাতে বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে তাকে আটক করা হয়।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজন একই গাড়িতে ছিলেন।

আটকের সময় টুকু’র সঙ্গে থাকা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।

তবে এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।