যুক্তরাষ্ট্র-চীনের সংঘাত বিশ্বের জন্য ‘অসহনীয় বিপর্যয়’ ডেকে আনবে


প্রকাশের সময় : জুন ৪, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ / ৫৪
যুক্তরাষ্ট্র-চীনের সংঘাত বিশ্বের জন্য ‘অসহনীয় বিপর্যয়’ ডেকে আনবে

আন্তর্জাতিক ডেস্ক :-  চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বলেছেন, যেকোনো ধরনের বিবাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় বেইজিং। তবে তিনি সতর্ক করে জানিয়েছেন, এই দুই দেশের মধ্যে সংঘাত সৃষ্টি হলে তা বিশ্বের জন্য বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে।

রোববার (৪ মে) এশিয়ার শীর্ষ নিরপত্তা সম্মেলনে লি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে বেড়ে উঠার জন্য বিশ্ব যথেষ্ট বড়।

গত মার্চে চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া লি তার প্রথম আন্তর্জাতিক কোনো ফোরামে দেওয়া বক্তৃতায় বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আলাদা ব্যবস্থা রয়েছে ও অন্যান্য অনেক উপায়ে দেশ দুইটি ভিন্ন।

তবে এটি দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো ও সহযোগিতা গভীর করার ক্ষেত্রে উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি ও অভিন্ন স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

চীনের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তীব্র সংঘাত বা দ্বন্দ্ব বিশ্বের জন্য যে বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে তা অস্বীকার করা যায় না।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ ও সেমিকন্ডাক্টর চিপ রপ্তানিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিধিনিষেধসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে অবনতি হয়েছে।